নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণকে আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। আগামী ২০ আগস্ট তাঁর শাস্তি ঘোষণা করবে শীর্ষ আদালত। শুক্রবার প্রশান্তকে দোষী সাব্যস্ত করেছে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির তিন সদস্যের বেঞ্চ। সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতি এস এ বোবদে-কে নিয়ে দু’টি টুইট করেছিলেন প্রশান্ত ভূষণ। একটি সুপারবাইকে বসেছিলেন প্রধান বিচারপতি। কিন্তু মাথায় কেন হেলমেট নেই, সেই প্রশ্ন তুলেছিলেন প্রশান্ত ভূষণ। যদিও ওই সময় বাইকটি দাঁড় করানো ছিল। পরে অবশ্য টুইটটির জন্য ক্ষমা চেয়ে নেন তিনি।
কিন্তু প্রধান বিচারপতিদের নিয়ে যে টুইট করেছিলেন, সেখান থেকে সরে আসেননি প্রশান্ত ভূষণ। এ ক্ষেত্রে সংবিধানের ১৯ (১) (এ) ধারায় বাক স্বাধীনতার অধিকারের যুক্তি দেন তিনি। গত ৩ আগস্ট আদালতে হলফনামা দিয়ে তিনি বলেন, টুইটের একটি অংশের জন্য তিনি দুঃখিত। তবে অন্য অংশের বিষয়ে তাঁর বক্তব্য ছিল, শীর্ষ বিচারপতিদের সমালোচনা আদালতের মর্যাদা হানি করে না অথবা তার কর্তৃত্ব খর্ব করে না। ভূষণের আরও যুক্তি ছিল, আদালতের ভূমিকা নিয়ে মন্তব্য করা তাঁর বাক স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে এবং এটা বিচারব্যবস্থাকে বাধা দেওয়ার জন্য আদালত অবমাননার পর্যায়ে পড়ে না। এত কিছুর পরেও আদালত অবমাননার মামলা আটকাতে পারেননি বর্ষীয়ান আইনজীবী। আর সেই মামলাতেই এ দিন তাঁকে দোষী সাব্যস্ত করেছে শীর্ষ আদালত।