সিডনি, ১৪ আগস্ট (হি. স.) : সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে সিলমোহর দিয়ে ওই সফরের জন্য নিজেদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে রয়েছে তিনটি চমক। স্কোয়াডে রাখা হয়েছে নতুন তিন মুখ। তারা হলেন– রিলে মেরেডিথ, জশ ফিলিপ ও ড্যানিয়েল স্যামস। ইংল্যান্ডেই আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটতে পারে এই তিনজনের। এই তিন চমক ছাড়াও দলে ফিরেছেন দুই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল।
ইংল্যান্ডে ৩টি টি-২০ ও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৪ সেপ্টেম্বর শুরু হবে টি-২০ সিরিজ। পরের দুটি টি-২০ খেলা হবে যথাক্রমে ৬ ও ৮ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে। ওয়ান ডে ম্যাচগুলি খেলা হবে ম্যাঞ্চেস্টারে। তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর। ব্রিটেনের সরকারি নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে প্রবেশ করলে ওদেশে পৌঁছনোর পর কোয়ারান্টাইনে থাকা বাধ্যতামূলক নয়।
অস্ট্রেলায় দল ২৪ আগস্ট ইংল্যান্ডে পৌঁছতে পারে। ডার্বিশায়ারে নামার পর ২৭ আগস্ট সাউদাম্পটনে পৌঁছবেন অজিরা। সাউদাম্পটনেই নিজেদের মধ্যে একটি ৫০ ওভারের ও তিনটি ২০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
২১ সদস্যের অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস (সহঅধিনায়ক), জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টা, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।