BRAKING NEWS

মেঘালয়ে আফ্রিকান সোয়াইন ফিভার, ২৪টি শূকরের মৃত্যু, রিপোর্টের অপেক্ষা ৪৯টি-র

শিলং, ১৩ আগস্ট (হি.স.) : করোনা-প্রকোপের মধ্যে মেঘালয়ে আফ্রিকান সোয়াইন ফিভার থাবা বসিয়েছে। ওই ফিভারের থাবায় ২৪টি শূকরের মৃত্যু হয়েছে। আরও ৪৯টি শূকরের মৃত্যুর তথ্য চূড়ান্ত নিশ্চিত হওয়ার অপেক্ষায়। এই ঘটনায় যে গ্রামে ওই রোগে আক্রান্ত হয়ে শূকরের মৃত্যু হয়েছে সেখানে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

এ-বিষয়ে আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টিনসং বলেন, রাজ্যে এখন পর্যন্ত ৭৩টি শূকরের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে ২৪টি আফ্রিকান সোয়াইন ফিভারে মৃত্যু হয়েছে বলে প্রমাণ মিলেছে। বাকি ৪৯টি শূকরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁর কথায়, পূর্ব খাসিপাহাড়, রি-ভই, জয়ন্তিয়া পাহাড় এবং পশ্চিম খাসিপাহাড় জেলার ১২টি গ্রামে আফ্রিকান সোয়াইন ফিভারে মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

এদিন তিনি বলেন, মেঘালয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, শূকরের মৃত্যু হয়েছে যে ১২টি গ্রাম সেগুলোকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁর কথায়, কন্টেইনমেন্ট জোন থেকে কোনও শূকর বিক্রি কিংবা পরিবহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁর দাবি, মেঘালয় সরকার ওই রোগের সংক্রমণ আর যাতে না ছড়ায় তার ব্যবস্থা নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *