রাঁচি, ১৩ আগস্ট (হি.স.) : আজই আসছে মহেন্দ্র সিং ধোনির করোনা রিপোর্ট । রিপোর্ট নেগেটিভ এলেই যোগ দেবেন চেন্নাইয়ে আয়োজিত হতে চলা সুপার কিংস-এর প্রস্তুতি শিবিরে ।
আইপিএলের প্রস্ততির জন্য চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দেওয়ার আগে করোনা টেস্ট করালেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাঁচির ফার্মহাউসে থেকে সিএসকে অধিনায়কের নমুনা সংগ্রহ করে গুরু নানক হাসপাতালের ল্যাব কর্মীরা। বৃহস্পতিবার বিকালের মধ্যেই ধোনিদের করোনা টেস্টের রিপোর্ট হাতে চলে আসতে পারে। ধোনির পাশাপাশি চেন্নাইয়ের আরও এক ক্রিকেটার মনু কুমারেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে গুরু নানক হাসপাতাল সূত্রে। রিপোর্ট নেগেটিভ হলে ধোনি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার জন্য।
আমিরশাহি উড়ে যাওয়ার আগে মূলত ধোনির অনুরোধেই চেন্নাই সুপার কিংস চিপকে ৬ দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে। বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির তত্ত্বাবধানে এই ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা হরভজন সিং, সুরেশ রায়না, পীযূষ চাওলাদেরও। প্রস্তুতি শিবিরের শেষে ২১ অগস্ট আমিরশাহি উড়ে যাওয়ার কথা সিএসকের।