কুয়ালালামপুর, ১৩ আগস্ট (হি. স.) : করোনাভাইরাস সংক্রমিত করার অভিযোগে এক প্রবাসী ভারতীয়কে পাঁচ মাসের কারাদণ্ডের সাজা দিয়েছে মালয়েশিয়ার আদালত। একইসঙ্গে তাঁকে ১২ হাজার রিঙ্গিত (মালয়েশিয় মুদ্রা) জরিমানাও করা হয়েছে।
জানা গেছে, কেদাহতে একটি রেস্তোরাঁর মালিক ৫৭ বছর বয়সী ওই ভারতীয় গত জুলাই মাসে দেশ থেকে করোনা নেগেটিভ শংসাপত্র নিয়ে মালয়েশিয়ায় ফিরে এসেছিলেন। তাঁকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে অবাধে ঘুরে বেড়িয়েছেন। নিজের রেস্তোরাঁতেও নিয়মিত যাতায়াত করেছেন। কিছুদিন বাদে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, তাঁর পরিবারের সদস্যদের শরীরেও মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার পরেও নিজের রেস্তোরাঁর কর্মী ও গ্রাহকদের সঙ্গে মেলামেশা করেছেন। ফলে রেস্তোরাঁর বহু কর্মী ও গ্রাহকও আক্রান্ত হয়েছেন। ওই প্রবাসী ভারতীয়র মাধ্যমে এখন পর্যন্ত মালয়েশিয়ার তিনটি প্রদেশের ৪৫ জনের শরীরে মহামারী ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। সাজাপ্রাপ্ত ওই ভারতীয় করোনায় আক্রান্ত হয়ে কেদাহ’র একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন। ইচ্ছাকৃতভাবে করোনা ছড়ানোর অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় প্রশাসন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আলোর সেতার ম্যাজিস্ট্রেট কোর্ট নামে বিশেষ আদালত পাঁচ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে।