নয়াদিল্লি, ১২ আগস্ট (হি. স.) : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাজীব ত্যা গী। বুধবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজীবের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কংগ্রেসে।
টিভিতে তর্ক-বিতর্কের আসরে পরিচিত মুখ ছিলেন রাজীব ত্যাগী। এদিন মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ আগেও একটি টিভি চ্যানেলে দলের হয়ে বক্তব্য রাখেন তিনি। তার আগে নিজেই টুইটও করেছিলেন সেকথা। কিন্তু তার কিছু সময় পরেই আসে এই দুঃসংবাদ।
কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে রাজীব ত্যাগীর মৃত্যুর কথা জানানোর পাশাপাশি তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়েছে। এছাড়া সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ একাধিক কংগ্রেস নেতা । টুইটারে কংগ্রেসের তরফে বলা হয়েছে, “রাজীব ত্যাগীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এক বিশ্বস্ত কংগ্রেস নেতা ছিলেন উনি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই”। কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল বলেছেন, ”রাজীব ত্য়াগীর প্রয়াণে খুব ভেঙে পড়েছি। স্তম্ভিত হয়ে গিয়েছি আমার প্রিয় বন্ধু-সহকর্মীকে হারিয়ে। পরিবারের এক সদস্যকে হারালাম। এক বন্ধু, ভাল মানুষকে হারালাম…”।