বেঙ্গালুরু, ১২ আগস্ট (হি.স.): সোশ্যাল মিডিয়ায় ‘অবমাননাকর’ মন্তব্য পোস্টকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বেঙ্গালুরু কাভাল বীরসান্দ্রা এলাকা। মঙ্গলবার রাতে বেঙ্গালুরুতে হিংসাত্মক ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও কমপক্ষে ৬০ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। হিংসাত্মক ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১১০ জনকে। ভাঙচুর চালানো হয় বেঙ্গালুরুর ডি জে হাল্লি পুলিশ স্টেশনে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। হিংসাত্মক ঘটনার জেরে সমগ্র বেঙ্গালুরু শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এছাড়াও ডি জে হাল্লি পুলিশ স্টেশন এবং কে জি হাল্লি থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে হামলা চালানো হয় কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাসমূর্তির বাসভবনেও, তাঁর ভাইপো নবীনের ফেসবুক পোস্টকে ঘিরেই বিবাদের সূত্রপাত হয়েছিল।
বেঙ্গালুরুর জয়েন্ট কমিশনার অফ পুলিশ সন্দীপ পাটিল জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে বেঙ্গালুরুতে হিংসার ঘটনায় মোট ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্ত জানিয়েছেন, হিংসাত্মক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর বিষয় পোস্ট করার অভিযোগে মূল অভিযুক্ত নবীনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। প্রায় ৬০ জন পুলিশ কর্মী আহত হয়েছেন, পুলিশের গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। বেঙ্গালুরু (আর্বান) ডেপুটি কমিশনার জি এন শিবামূর্তি জানিয়েছেন, মঙ্গলবার রাতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। শান্তি বজায় রাখার জন্য জনগণের কাছে অনুরোধ করছি। এদিন ডি জে হাল্লি পুলিশ স্টেশনে যান তিনি।
কর্ণাটকের কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো নবীনের করা ফেসবুক পোস্টকে ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয় বলে জানা যাচ্ছে। ফেসবুকে একটি ‘বিতর্কিত’ পোস্ট করেন শ্রীনিবাস মূর্তির ভাগ্নে। তারপরই, পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার রাতে মূর্তির বাসভবনের সামনে জড়ো হয়ে হামলা চালায় একদল বিক্ষোভকারী। বাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টিও হয়। ২-৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর, ডি জে হাল্লি থানায় গিয়ে ভাঙচুর চালায় হামলাকারীরা।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্তেজিত জনতার সঙ্গে খণ্ডযুদ্ধে বেঁধে যায় পুলিশের। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে গুলি চালাতে হয়। পুলিশের ফায়ারিংয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আরও কয়েকজন আহত হন। অন্যদিকে বিক্ষোভ সামলাতে গিয়ে আহত হন পুলিশের প্রায় ৬০ জন কর্মীও।