আগরতলা, ১১ আগস্ট (হি. স.) : নদীপথে পণ্য আমদানি-রফতানির জন্য ভবিষ্যৎ কর্ম পদ্ধতি চূড়ান্ত করতে এবং পণ্য পরিবহনে সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই লক্ষ্যে আজ সোনামুড়ায় এক প্রস্থ বৈঠক সারলেন ব্যবসায়ীরা। তাতে, ৫০ টন সিমেন্ট পরীক্ষামূলক পণ্য পরিবহনের সূচনায় বাংলাদেশ থেকে আমদানি করা হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠক শেষে ত্রিপুরার ব্যবসায়ীরা বিএসএফ-র সাথে নদীপথে জিরো পয়েন্ট পর্যন্ত পরিদর্শন করেছেন।
আজ ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতর এবং অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন সোনামুড়া-দাউদকান্দি নদীপথে বাণিজ্যের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এ-বিষয়ে মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় বলেন, আজ সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হল-এ ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে, ভবিষ্যৎ কর্ম পদ্ধতি এবং পণ্য পরিবহনে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাতে, কয়লা, সিমেন্ট, মাছ বাংলাদেশ থেকে আমদানি এবং আদা, শুঁটকি, চকোলেট বাংলাদেশে রপ্তানি নিয়ে ব্যবসায়ীরা প্রস্তুত, সে-কথা জানিয়েছেন।
সুজিতবাবুর-র কথায়, সোনামুড়া জেটি সংলগ্ন স্থানে সামান্য সমস্যা রয়েছে। তা ইতিমধ্যেই সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, যাবতীয় সমস্ত কাজ চূড়ান্ত হয়ে গেছে। তিনি জানান, নদীপথে পণ্য পরিবহনে বাংলাদেশের অংশে সামান্য বাধা-বিপত্তি রয়েছে। আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ওই নদীপথ পরিদর্শন করছেন। এদিন তিনি জানান, ব্যবসায়ীরা আজ বিএসএফ-কে সাথে নিয়ে নদীপথে জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন। সাথে তিনি যোগ করেন, বাংলাদেশ থেকে পরীক্ষামূলক পণ্য পরিবহনে ৫০ টন সিমেন্ট রফতানির জন্য সে-দেশের একটি সংস্থা প্রস্তুত হয়ে রয়েছে।