কোহিমা, ১১ আগস্ট (হি.স.) : কয়েক দশক ধরে ঝুলন্ত নাগা জঙ্গিদের সাথে শান্তি চুক্তি এ বছর সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে তাদের সাথে দফাওয়ারি বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্রের আগ্রহে প্রধানমন্ত্রীর শান্তিদূত তথা নাগাল্যান্ডের রাজ্যপাল আরএন রবি অতি শীঘ্র এনএসসিএন (আইএম) নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসবেন।
প্রধানমন্ত্রীর দফতর নাগা শান্তিচুক্তি বাস্তবায়নে এ-বছর সেপ্টেম্বরকে লক্ষ্যমাত্রা স্থির করেছে। ওই সময়ের মধ্যে সমস্ত নাগা রাজনৈতিক সমস্যার সমাধানের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অবশ্য, ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের চূড়ান্ত দিনক্ষণ স্থির করা হয়নি। তবে, অনেকটা দেরি হয়ে গেছে ভেবে আর বিলম্ব হোক, চাইছে না কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, নাগাল্যান্ডের জন্য পৃথক পতাকা ও সংবিধানের দাবি কেন্দ্রীয় সরকার খারিজ করে দিয়েছে আগেই। ধারণা করা হচ্ছে, শান্তিচুক্তি স্বাক্ষরের পর ওই দুটি বিতর্কিত বিষয় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনার জন্য ছেড়ে দেওয়া হতে পারে। সূত্রের বক্তব্য, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী শান্তি প্রক্রিয়া বানচাল করার জন্য দিনরাত মাথার ঘাম পায়ে ফেলেছে। সূত্রের মতে, নাগা চুক্তির রূপরেখা চূড়ান্ত করার আগে প্রধানমন্ত্রীর শান্তিদূত এবং এনএসসিএন (আইএম)-এর মাধ্যস্থতাকারীর মধ্যে এক বা দুই দফার বেশি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত শান্তিচুক্তি-তে নাগা জাতীয় রাজনৈতিক দলগুলির কার্যনির্বাহী কমিটি এবং অন্যান্য স্টেকহোল্ডাররা স্বাক্ষরকারী থাকতে পারেন।