রেল ওভার ব্রিজ নির্মাণের দাবিতে ডলুবাড়িতে রেলপথ অবরোধ, উত্তর ত্রিপুরা জেলা শাসকের হস্তক্ষেপে প্রত্যাহৃত

আগরতলা, ১১ আগস্ট (হি. স.) : রেলওয়ে ওভার ব্রিজ-র দাবিতে আজ উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগর মহকুমায় ডলুবাড়ি এলাকায় রেলপথ অবরোধ করেছেন গ্রামবাসী। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রেল ওভার ব্রিজের দাবি জানানো সত্ত্বেও প্রতিবার মিথ্যা প্রতিশ্রুতি-র শিকার হচ্ছেন তাঁরা। তাই, আজ থেকে অনির্দিষ্টকালের রেলপথ অবরোধে বসেছেন গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানিসাগর মহকুমা শাসক। অবশেষে উত্তর ত্রিপুরা জেলা শাসকের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহৃত হয়েছে। জেলা শাসক তাদের রেল ওভার ব্রিজ নির্মাণ কাজ শীগ্রই শুরু করা হবে। তার জন্য রেল দফতর-কে আগামী রবিবারের মধ্যে নির্মাণ খরচের হিসেব দিতে বলা হবে।

প্রসঙ্গত, পানিসাগর মহকুমায় ডলুবাড়ি এলাকায় রেল ওভার ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ দাবি জানিয়ে আসছেন। ইতিপূর্বে দুই দফায় তাদের ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু, রেল ব্রিজ আজো নির্মাণ হয়নি। আজ থেকে ৩ দিন পূর্বে ডলুবাড়ি এলাকায় গ্রামবাসী রেলপথ অবরোধের ঘোষণা দেন। সে মোতাবেক তারা মহকুমা প্রশাসন, জিআরপি ধর্মনগর, পানিসাগর এবং কদমতলা থানায় অবরোধের বিষয়ে অবগত করেছেন।

আজ সকাল ৬টা থেকে কোভিড-১৯ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পারস্পরিক দুরুত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করে গ্রামবাসী রেলপথ অবরোধ করেন। খবর পেয়ে দুপুর বারটা নাগাদ পানিসাগর মহকুমা শাসক অবরোধস্থলে যান এবং গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু, তারা অবরোধ প্রত্যাহারে সম্মত হননি। তাই, তাদের জেলা শাসকের সাথে আলোচনার প্রস্তাব দেন মহকুমা শাসক। তাতে, তারা রাজি হন এবং জেলা শাসকের সাথে বৈঠক করেন।

এদিকে, বিধায়ক বিধুভূষণ দাস অবরোধস্থলে গিয়ে তাদের দাবি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন। শুধু তাই নয়, করোনা প্রকোপে থিম গেলেই ওই রেল ওভার নির্মাণ কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রীর আশ্বাসের বিষয়ে জানিয়েছেন। কিন্তু, গ্রামবাসী তাতে অবরোধ প্রত্যাহারে সম্মত হননি।

জেলা শাসক তাদের জানিয়েছেন, এখন পর্যন্ত ওই স্থানে রেল ওভার ব্রিজ নির্মাণে রেলওয়ের তরফে কোন প্রস্তাব আসেনি। ত্রিপুরা সরকার এ-বিষয়ে অবগত নয়। তবে, খুব শীগ্রই রেল ওভার ব্রিজ নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। তিনি গ্রামবাসীদের আশ্বস্থ করেন, আগামী রবিবারের মধ্যে রেলওয়ে-কে নির্মাণ খরচের হিসেব দিতে বলা হবে। জেলাশাসকের অনুরোধে এবং আশ্বাসে গ্রামবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *