BRAKING NEWS

সংকটজনক প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা

কলকাতা, ১১ আগস্ট (হি স): করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বর্তমানে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কিন্তু মঙ্গলবার তার অবস্থা আরও সংকটজনক হয় এমনটাই খবর সূত্রে। সূত্রের খবর,আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রাক্তন রাষ্ট্রপতি।মাথায় অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়কে। আপাতত তাকে ৯৬ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। অন্যদিকে, প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি।  প্রসঙ্গত, সোমবার টুইট করে প্রাক্তন রাষ্ট্রপতি জানান, তিনি অন্য চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছেছিলেন। সেখানেই তাঁর কোভিড টেস্ট হয়। কারণ বর্তমানে যে কোনও চিকিৎসার ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। তখন রিপোর্টে তাঁর করোনা ধরা পড়ে। সেই কারণে টুইটে তিনি লেখেন, ‘গত সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, অনুরোধ করব তাঁরা যেন সেলফ আইসোলেশনে চলে যান। সেই সঙ্গে যেন অবশ্যই করোনা পরীক্ষা করান’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *