নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ রাজ্য সররাক সরকারী ও সরকার অনুদানপ্রাপ্ত সুকলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্পোকেন ইংলিশ এর ক্লাস দেবে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানিয়ে বলেন, প্রথম পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে পশ্চিম জেলার বিভিন্ন সুকলের চার হাজার ছাত্রছাত্রীকে এই স্পোকেন ইংলিশ এর ক্লাস দেওয়া হবে৷
এপ্রিল থেকে সেপ্ঢেম্বর পর্যন্ত চলার কথা ছিল৷ কিন্তু, লকডাউনের কারণে তা সম্ভব হয়নি৷ চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত এই কাজটি শুরু করা যায়৷

