শহরে সরকারী আবাসন, উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের শান্তি পাড়ায় বিবেকানন্দ মার্কেটে সরকারি ফ্ল্যাট নির্মাণের কাজ৷ দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার এই ফ্ল্যাট নির্মাণের কাজ প্রাথমিক ভাবে শুরু হয়েছে৷ ফ্ল্যাট নির্মাণের উদ্দেশ্যে ওই এলাকায় রবিবার উচ্ছেদ অভিযান চালানো হয়৷ চূড়ান্ত নোটিশ দেওয়ার পরও যারা এলাকার ছিল না তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়৷


রবিবার সকালে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বুলডোজার নিয়ে উচ্ছেদ চালানো হয়৷উল্লেখ্য শান্তিপাড়া যে জায়গায় বর্তমানে বিবেকানন্দ রয়েছে সেখানেই সরকারি ফ্ল্যাট নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ সরকারি উদ্যোগে তৈরি করা এই সব বিক্রি করা হবে৷ উল্লেখ্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিবেকানন্দ মার্কেট এলাকায় সরকারি উদ্যোগে ফ্ল্যাট নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়৷

নির্মাণের কাজ শুরু করার আগে উচ্ছেদ অভিযান চালানোর ফলে স্থানীয় বাসিন্দাদের কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কিনা সে সম্পর্কে জানতে চাওয়া হলে স্থানীয় বাসিন্দারা জানান আপাতত তাদের কোন ধরনের অসুবিধে হচ্ছে না৷এখানে ফ্ল্যাট গড়ে তোলা হলে এলাকাবাসীর কোন আপত্তি নেই ,বরং এলাকার উন্নয়ন ঘটবে বলে আশা ব্যক্ত করেছেন এলাকাবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *