BRAKING NEWS

বাঁচানো গেল না! মারা গেলেন জঙ্গি-হামলায় জখম কাশ্মীরের বিজেপি নেতা

শ্রীনগর, ১০ আগস্ট (হি.স.): চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, প্রাণে বাঁচানো সম্ভব হল না সন্ত্রাসী হামলায় জখম জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার বিজেপি নেতা আব্দুল হামিদ নজরকে। সোমবার সকালে এসএমএইচএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৩৮ বছর বয়সী ওই বিজেপি নেতা। রবিবার মধ্য কাশ্মীরের বদগাম জেলার ওমপোরা রেল স্টেশনের অদূরে প্রাতঃভ্রমণের সময় আব্দুলকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, তাঁর তলপেটে ও পায়ে গুলি লাগে।

রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সোমবার সকাল পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছন তিনি। আব্দুলের বাড়ি ওমপোরার মেহেন্দিপোরা এলাকায়। মাত্র ছ’মাস আগেই বদগাম জেলা ওবিসি মোর্চার বিজেপি সভাপতি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *