BRAKING NEWS

করোনা ভাইরাসে আক্ৰান্ত অসমের পুলিশপ্রধান ভাস্করজ্যোতি মহন্ত

গুয়াহাটি, ১০ আগস্ট (হি.স.) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অসম পুলিশের মহানির্দেশক (ডিআইজি) ভাস্করজ্যোতি মহন্ত। সোমবার তাঁর অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। রিপোর্ট আসে পজিটিভ। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারদের নির্দেশে তিনি গৃহ একান্তবাসে চলে গেছেন। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, গতকাল ডিজিপি মহন্তের সামান্য জ্বর ও কাশির উপসর্গ দেখা দিয়েছিল। তাই ডাক্তারের পরামর্শে আজ তাঁর রেপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। তাঁর গাড়ি চালকের দেহেও করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে, জানান তিনি।  

উল্লেখ্য, রাজ্য পুলিশে সদর দফতরের মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে অবশ্য অধিকাংশ আরোগ্য লাভ করেছেন। এডিজিপি (আইন-শৃঙ্খলা) জিপি সিং তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন গতকাল ৯ আগস্ট পর্যন্ত রাজ্য পুলিশের মোট ২,২৫০ জন করোনা ভইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১,৭৩৪ জন সুস্থ হওয়ার পাশাপাশি ছয়জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত অসমে এই খবর লেখা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮,৮৩৭। এর মধ্যে ৪২,৩২৫ জন সুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুবরণ করেছেন ১৪৫ জন। সক্রিয় রোগী ১৬,৩৬৫ জনের চিকিৎসা চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *