অমরাবতী, ৯ আগস্ট (হি. স.): অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া করোনা কেয়ার সেন্টারে বিধ্বংসী আগুন। দমবন্ধ হয়ে গিয়ে নিহত সাতজন রোগী।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। আগুন এখন নিয়ন্ত্রণে। আগুন লাগার সময় এখানে ৪০ জন করোনা রোগী এবং ১০ জন স্বাস্থ্যকর্মী ছিল।আগুন লাগার পর ৩০ জন করোনা রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ করা যেতে পারে সম্প্রতি স্বর্ণ পালেস নামে একটি চারতলা হোটেলকে করোনা কেয়ার সেন্টারে রূপান্তর করা হয়।এখানে ৪০ জন রোগীর চিকিৎসা চলছিল। রবিবার সকালে এখানে আগুন লাগে। করোনা কেয়ার সেন্টারের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল।কেয়ার সেন্টারটির জানালা দিয়ে উদ্ধারকাজ চালায় দমকল কর্মীরা। রোগীদের সেখান থেকে উদ্ধার করে লেবিপেটা, মেট্রোপলিটন হোটেল ও অন্যান্য করোনা কেয়ার সেন্টারে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে আগুন লাগার পর নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বহুতল জানালা থেকে নিচে ঝাঁপ মারে চারজন। পুলিশ কমিশনার সিপি শ্রীনিবাস জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে আগুন শর্ট সার্কিটের কারণে লেগেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা প্রশাসনিক পরিসংখ্যান থেকে বেশি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।