অসমে কমছে করোনা পজিটিভের হার, মোট আক্রান্ত ৫৭৭১৪ জন, দৈনিক এক লক্ষ টেস্টের লক্ষ্য, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪০

গুয়াহাটি, ৯ আগস্ট (হি.স.) : অসমে ধীরে ধীরে কমছে করোনা পজিটিভের হার। গতকাল একদিনে ২,২১৮ জনের শরীরে নতুন করো কোভিড-১৯ সংক্রমণের তথ্য এসেছে। এই সংখ্যা নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭,৭১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে কামরূপ মহানগর জেলার ২৯৯, কাছাড়ের ১৬৫, নগাঁওয়ের ১৫০ এবং ডিব্ৰুগড় জেলার ১৪২ জন বাসিন্দা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় অসমে কোভিডের ৫৪,৮৪৫টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

সরকারি সূত্রের খবর নতুন কোভিড পজিটিভ সহ রাজ্যে এখনও সক্ৰিয় রোগীর সংখ্যা ১৬,৯৮০। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গতকাল আটজনকে নিয়ে প্ৰাণ হারিয়েছেন ১৪০ জন। অন্যদিকে শনিবার রাত পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে ১,৭৮২ জন রোগীর নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তাঁদের ছুটি দেওয়া হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা যুদ্ধে বিজয়ী রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪০,৫৯১ জন।

এদিকে রাজ্যের স্বাস্থ্য দফতরের সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সৰ্বাধিক ৫৯,০৬৪টি কোভিড টেস্ট সম্পন্ন হয়েছে। আগামী ১২ আগস্ট থেকে প্রতিদিন এক লক্ষ টেস্ট করার লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য দফতর। কোভিড অতিমারির সঙ্গে মোকাবিলার করতে টেস্টকে অগ্ৰাধিকার দিতে চাইছেন বিভাগীয় কর্তৃপক্ষ। বৰ্তমান দিনে ৫০ থেকে ৬০ হাজার কোভিড টেস্ট হচ্ছে বলে জানানো হয়েছে। জানানো হয়েছে, অসমের বিভিন্ন জেলায় কোভিড টেস্টে পজিটিভের হার ১.৫ থেকে ২১ শতাংশ পর্যন্ত নেমে এসেছে।

গতকাল যে আটজন মৃত্যুবরণ করেছেন তাঁরা নলবাড়ির মোহন তালুকদার (৪৫) ও আজিজুর রহমান (৫২), তিনসুকিয়ার নারায়ণ চন্দ্ৰ ডেকা (৫৪) ও দুলু পাল (৫০), মরিগাঁওয়ের তুরাব আলি (৪৮), কোকরাঝাড়ের সুফলা গগৈ (৪৬), নগাঁওয়ের খনীন্দ্ৰ নাথ (৫৫) এবং ডিব্ৰুগড়ের প্ৰকাশ জৈন (৬০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *