BRAKING NEWS

আকাশপথে বন্যাকবলিত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের

পাটনা, ৯ আগস্ট (হি. স.): আকাশ পথে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবার সকালে হেলিকপ্টারে করে রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি।ভাগলপুর, দ্বারভাঙ্গা, মুঙ্গের, পূর্ণিয়া বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে গন্ধক ব্যারেজের আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় করেন।কোসি ডিভিশন আকাশ পথ দিয়ে পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি এই সকল অঞ্চলের করোনা পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে তাও খতিয়ে দেখেন। ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রী বলেন বায়ুসেনার বেসগুলিতে করোনা পরীক্ষা কেন্দ্র গড়ে তুলে বন্যা কবলিত এলাকাগুলিতে পরীক্ষার হার বাড়াতে হবে।জলস্তর নামতে শুরু করলেও সেপ্টেম্বর পর্যন্ত বন্যা পরিস্থিতি থাকবে।রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব দীপক কুমার, প্রিন্সিপাল সেক্রেটারি চঞ্চল কুমার এবং ডাব্লিউআরডি সচিব সঞ্জীব হানস।প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী এদিন ভাগলপুর, কাটিহার, সুপাউল, সহরসার বন্যা পরিস্থিতি তদারক করেন। অন্যদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে খারাপ অবস্থা রাজ্যের মুজাফফরপুর জেলার।বৃষ্টিপাতের ফলে ভাগমতি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। বন্যা পরিস্থিতিতে ত্রাণ কাজ জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০ টিম মোতায়েন করা হয়েছে।রাজ্যের ১৬ টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৬ লাখের বেশি মানুষ।১২ হাজারের বেশি সাধারণ মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।সহরসার বন্যা পরিস্থিতি তদারক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *