BRAKING NEWS

মাধববাড়িতে দূর্ঘটনায় আহত দু’জন, জ্বলল ডিআই গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ বৃহস্পতিবার টিআর ০১এজি-১৭৯৫ নাম্বারের একটি চোরাই কাঠের লক বোঝাই গারি পশ্চিম রাধাপুর থেকে খুমুলুঙ হয়ে রানীরবাজার মোহনপুর যাচ্ছিল৷ অপর দিক থেকে যাচ্ছিল টিআর-০১এক্স৬২৭২ নাম্বারের বাইক৷ খুমুলুঙ ইয়াকলি সুকলের সামনে চোরাই কাঠের লক বোঝাই গাড়ীটির সঙ্গে বাইকের সংঘর্ষ বাঁধে৷ এই ঘটনায় গুরুতর আহত হয় বাইকে থাকা দুজন৷ কিন্তু গাড়িতে চোরাই কাঠ থাকায় গারিটি ঘটনাস্থলে না দাঁড়িয়ে পালিয়ে যায়৷

তবে দুর্ঘটনার ফলে গাড়ির মধ্যে আটক থাকে বাইকটি৷ দীর্ঘ রাস্তা বাইক গাড়ির সঙ্গে হেঁচড়ে আসে৷ এই ঘটনার পর পিছু ধাওয়া হয়ে স্থানীয় বাসিন্দারা৷ গাড়ীটি মাধব বাড়ি আশা মাত্রই আগুন লেগে যায়৷ গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়৷ গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় গাড়ির চালক ও এক শ্রমিককে আটক করে স্থানীয় জনতা৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে এস ডি পি ও সহ রানীরবাজার থানার পুলিশ৷ উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় গাড়ি চালক শান্তমনি দেববর্মা ও শান্ত দেবনাথকে৷ এদিকে এই ঘটনায় বাইকে থাকা দুই আরোহী লংজাংদুই কাইপেং এবং সম্পাংনাগ কাইপেংকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *