নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ কল্যাণপুর থানা এলাকার পশ্চিম ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের দাওছড়া এলাকায় এক যুবক আত্মহত্যা করেছে৷ তার নাম বাবুল দেবনাথ৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আত্মঘাতী যুবক এলাকায় একজন ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিল৷
কেন ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিলো তা নিয়ে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷