নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,৬ আগস্ট৷৷ গত গভীররাতে কল্যাণপুরের কলাবাগান এলাকায় দুষৃকতিকারীরা একটি বন্য হাতিকে গুলি করে হত্যার চেষ্টা করে৷ হাতিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালাল তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে৷ খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ অবশ্য দুষৃকতিকারীদের টিকির নাগাল পায়নি পুলিশ ও বনদপ্তর এর কর্মীরা৷ আশঙ্কা করা হচ্ছে বনদস্যুরা হাতিকে হত্যা করে হাতির দাঁত চুরি করার চক্রান্তে লিপ্ত হয়েছিল৷
কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে৷ বনদস্যুদের সন্ধানে বনকর্মী এবং পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে গুলির আওয়াজে ওই এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ অনেকেই ঘর থেকে বেরিয়ে পড়েন৷ বনদস্যুদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন৷ উল্লেখ্য ১৮ মুরা পাহাড়ে হাতির খাদ্যাভাব দেখা দিলে প্রতি বছরই এই মৌসুমে হাতির দল সমতল এলাকায় নেমে আসে খাবারের সন্ধানে৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে বনদস্যুরা হাতিকে গুলি করে হত্যা করে হাতির দাঁত চুরি করার চক্রান্তে লিপ্ত হচ্ছে৷