আগরতলা, ৬ আগস্ট (হি.স.) ৷৷ চিকিৎসক হেনস্তার ঘটনায় অভিযুক্ত চারজন বৃহস্পতিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন৷ পুলিশ আজই তাঁদের আদালতে সোপর্দ করেছে৷ আদালত তাদের একদিনের জেল হেপাজতে পাঠিয়েছে৷ কারণ, হেনস্তার শিকার চিকিৎসক ডাঃ সঙ্গীতা চক্রবর্তী বর্তমানে একান্তবাসে রয়েছেন৷ ৯ আগস্ট পর্যন্ত তিনি একান্তবাসে থাকবেন৷ ফলে, টিআই প্যারেডের দিনক্ষণ নির্ধারণের বিষয়ে আগামীকাল পুনরায় শুনানী হবে৷
এদিকে, অভিযুক্ত কর্ণজিৎ দে’র আইনজীবী আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন৷ আত্মসমর্পণ করার সময় ওই চারজনের ছবি তোলার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের মুখোমুখি নেওয়া হয়েছে তাদের৷ পুলিশের এই ভূমিকায় আপত্তি জানিয়ে আদালতে বিচার চাওয়া হয়েছে৷
প্রসঙ্গত, ভগৎসিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসকের সাথে দুর্ব্যবহারের ঘটনায় অভিযুক্ত চার জনের জামিন বাতিল করেছে উচ্চ আদালত৷ থানায় মামলা হওয়ার পর অভিযুক্তরা উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু, উচ্চ আদালত ওই আবেদন মঞ্জুর করেনি৷ বরং টিআই প্যারেডের নির্দেশ দিয়েছিল৷ এরই মধ্যে মঙ্গলবার পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতারের পর রিমান্ড ও টিআই প্যারেডের আর্জি জানিয়ে নিম্ন আদালতে সোপর্দ করে৷
মঙ্গলবার নিম্ন আদালতে শুনানি শেষে ফার্সক্লাস ম্যাজিস্ট্রেট চার অভিযুক্তের জামিন মঞ্জুর করেন৷ নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার পর বুধবার অভিযুক্তদের পক্ষের আইনজীবী উচ্চ আদালত থেকে আগাম জামিনের আবেদন প্রত্যাহারের আবেদন জানান৷ আগাম জামিনের আবেদন প্রত্যাহারের জন্য আবেদন করার পর উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেন৷ সেই মামলার শুনানি হয় বিচারপতি অরিন্দম লোধের এজলাসে৷ শুনানি শেষে বিচারপতি অরিন্দম লোধ নিম্ন আদালত প্রদত্ত অভিযুক্তদের জামিন বাতিল করে দেন৷ এর সঙ্গে বেশকিছু নির্দেশ দেন৷
ওই নির্দেশিকায় অভিযুক্তদের দুদিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করার জন্য আদেশ দেন বিচারপতি লোধ৷ আত্মসমর্পণ না করলে পুলিশকে তাঁদের গ্রেফতার করার জন্য নির্দেশ হয়েছে৷ পুলিশ যদি অভিযুক্তদের খুঁজে না পায় তা হলে নিম্ন আদালতকে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য বলা হয়েছে এবং অভিযুক্তদের সহসাই টিআই প্যারেডের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট৷
আজ দুপুরে বিশ্বজিৎ দাস, রঞ্জিত সাহা, মিরন দাস এবং সহকারী সরকারি আইনজীবী কর্ণজিৎ দে এনসিসি থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন৷ এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার বলেন, ওই চার অভিযুক্তকে ফার্সক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হবে৷