শ্রীনগর, ৭ আগস্ট (হি.স.): নিয়োগ করার পরবর্তী দিনই জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনোজ সিনহা। শুক্রবার রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে, মনোজ সিনহাকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বতন লেফটেন্যান্ট গভর্নরের উপদেষ্টা, সিনিয়র আমলা, শীর্ষ পুলিশ কর্তা, রাজ্যসভার সদস্য নাজির আহমেদ লাওয়াই, বিজেপির লোকসভার সদস্য যুগল কিশোর শর্মা প্রমুখ।
প্রথম নরেন্দ্র মোদী সরকারের রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। গত বুধবার সন্ধ্যায় নিজের ইস্তফা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন গুজরাট ক্যাডারের আমলা গিরিশচন্দ্র মুর্মু। এরপর বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবন বিবৃতি দিয়ে জানায়, ওই ইস্তফা গৃহীত হয়েছে। একইসঙ্গে সকালেই কার্যত অনেককেই অবাক করে দিয়ে মনোজ সিনহাকে পরবর্তী উপ-রাজ্যপাল হিসেবে নিয়োগের কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় রাষ্ট্রপতি ভবন। দেশের নতুন সিএজি হচ্ছেন গিরিশ চন্দ্র মুর্মু। সম্ভবত শনিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি।