BRAKING NEWS

২০-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৪১,৫৮৫ : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই! বাড়তে বাড়তে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২০-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬২,৫৩৮ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪১,৫৮৫ জন এবং সংক্রমিত ২০,২৭,০৭৫ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৩,৭৮,১০৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ০৭ হাজার ৩৮৪।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৪১,৫৮৫ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৬ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,৭৫৩ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১২৬ জন, বিহারে ৩৬৩ জনের, চন্ডীগড়ে ২০ জন, ছত্তিশগড়ে ৭৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,০৫৯ জনের, গোয়া ৬৬ জন, গুজরাটে ২৫৮৩ জনের, হরিয়ানায় ৪৫৮ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৪৩৬ জনের, ঝাড়খণ্ডে ১৪৫ জনের, কর্ণাটকে ২,৮৯৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৯৭ জন, লাদাখে ৭ জন, মধ্যপ্রদেশে ৯৪৬ জন, মহারাষ্ট্রে ১৬,৭৯২ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৮ জন, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৬ জন, ওডিশায় ২৩৫ জনের, পুদুচেরিতে ৭০ জন, পঞ্জাবে ৫১৭ জন, রাজস্থানে ৭৫৭ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৪,৫৭১ জন, তেলেঙ্গানায় ৬০১ জন, ত্রিপুরায় ৩৬ জন, উত্তরাখণ্ডে ৯৮ জন, উত্তর প্রদেশে ১,৯১৮ জন এবং পশ্চিমবঙ্গে ১,৯০২ জন প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ২.০৫ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৬৭.৯৮ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৯.৯৬ শতাংশ মানুষ। করোনা-সংক্রমণকে সামাল দিতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ৬ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,২৭,২৪,১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ৬ আগস্ট ৫,৭৪,৭৮৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে বুধবার সারা দিনে ভারতে ৬,৬৪,৯৪৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *