নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেত্রী সুষমা স্বরাজের প্রথম মৃত্যু-বার্ষিকীতে শোকে ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করে ভারাক্রান্ত মনে প্রধানমন্ত্রী টুইটারে লিখলেন, প্রথম পুণ্য তিথিতে সুষমা জিকে ভীষণ মনে পড়ছে।
বৃহস্পতিবার টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রথম পুণ্য তিথিতে সুষমা জিকে ভীষণ মনে পড়ছে। তাঁর অকাল ও দুর্ভাগ্যজনক প্রয়াণ অনেককেই কাঁদিয়েছে। নিঃস্বার্থে দেশের সেবা করেছেন তিনি এবং বিশ্ব মঞ্চে ভারতের কন্ঠস্বর ছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ আগস্ট, রাতে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সুষমা স্বরাজ। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সুষমা স্বরাজ। যে কারণে ওই বছরের লোকসভা নির্বাচনেও অংশ নেননি তিনি।