BRAKING NEWS

চিনে এবার এসএফটিএস ভাইরাস : মৃত ৭, সংক্রামিত ৬০ জন

বেজিং, ৬আগস্ট (হি.স.):   চিনে এসএফটিএস ভাইরাসে মৃত্যু হল ৭ জনের। সংক্রামিত হয়েছেন ৬০ জন। সরকারিভাবে এমনটাই নিশ্চিত করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশেষ এক ধরনের রক্তচোষা পোকার কামড় থেকে ছড়িয়ে পড়ছে ভাইরাসের সংক্রমণ।

জানা গিয়েছে, পূর্ব চিনের জিয়াংসু প্রদেশে এখনও পর্যন্ত ৩৭ জনের শরীরে এই এসএফটিএস ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসের যেসব উপসর্গ রয়েছে তার মধ্যে রয়েছে জ্বর, সর্দিকাশি, সেইসঙ্গে লিউকোসাইটের সংখ্যা হ্রাস। যাকে একসঙ্গে এসএফটিএস বলা হচ্ছে।

অন্যদিকে, পূর্ব চিনের আনহুই প্রদেশেও ২৩ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই ভাইরাস প্রাণঘাতী কিনা, তা নিয়ে এখনও পরীক্ষা চলছে।

চিনের ভাইরাস বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসএফটিএস ভাইরাস আদতে নতুন ভাইরাস নয়। ২০১১ সালেই এই ভাইরাসের প্যাথোজেনকে পৃথক করা হয়। এটি বুনিয়াভাইরাস-এর ক্যাটেগরিতে পড়ে। তবে, মানুষ থেকে মানুষের শরীরে সংক্রামিত হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

প্রসঙ্গত, করোনার আতুড়ঘর চিনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গোটা বিশ্বব্যাপী মহামারির আকার নিয়েছে। দিন দিন বেড়েই চলেছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। এরমধ্যে ফের এই নতুন ভাইরাসের উৎপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *