BRAKING NEWS

করোনা-র থাবা, নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর সরকারি বাসভবন সিল

কোহিমা, ৬ আগস্ট (হি.স.) : করোনা থাবা বসিয়েছে নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। একসাথে কয়েকজন কর্মচারীর করোনা আক্রান্তের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর সরকারি বাসভবন সিল করে দিয়েছে স্বাস্থ্য দফতর। সাথে স্বাস্থ্যমন্ত্রীকে গৃহে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এখন বাড়িতে থেকেই কাজ করবেন।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এস পাংন্যু ফোম নিজের টুইট হ্যান্ডলে লিখেছেন, তাঁর সরকারি বাসভবনের সাথে যুক্ত কয়েকজন সহকারী কর্মী, দুই দেহরক্ষী এবং চার গৃহরক্ষীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। সঙ্গে সঙ্গে এসওপি মেনে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাথে তিনি যোগ করেন, নিয়ম মেনে আমিও আইসোলেশনে রয়েছি। বাড়িতে বসেই সরকারি সমস্ত কাজকর্ম করব।

সূত্রের খবর, নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। তবুও তিনি আইসোলেশনে থাকবেন বলে স্থির করেছেন। করোনা আক্রান্ত কর্মীদের ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে।

এদিকে, পশুপালন ও ভেটেরিনারি পরিষেবা, নারী সম্পদ উন্নয়নের উপদেষ্টা আর খিঙের কোভিড-১৯ রিপোর্ট পুনরায় নেগেটিভ এসেছে। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনা আক্রান্ত সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *