BRAKING NEWS

২৪ ঘন্টায় মৃত্যু ৯০৪ জনের, ভারতে করোনা-মুক্ত ১৩.২৮ লক্ষের বেশি : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে! অস্বস্তি বাড়িয়ে রোজই বেড়ে চলেছে মৃত্যু-মিছিল। বাড়তে বাড়তে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৯,৬৪,৫৩৭-তে পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯০৪ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৬,২৮২ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪০,৬৯৯ জন এবং সংক্রমিত ১৯,৬৪,৫৩৭ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৩,২৮,৩৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯৫ হাজার ৫০১।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৪০,৬৯৯ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৪ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,৬৮১ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১২১ জন, বিহারে ৩৫৫ জনের, চন্ডীগড়ে ২০ জন, ছত্তিশগড়ে ৭১ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,০৪৪ জনের, গোয়া ৬৪ জন, গুজরাটে ২৫৫৬ জনের, হরিয়ানায় ৪৫৫ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৪২৬ জনের, ঝাড়খণ্ডে ১৩৬ জনের, কর্ণাটকে ২,৮০৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৯৪ জন, লাদাখে ৭ জন, মধ্যপ্রদেশে ৯২৯ জন, মহারাষ্ট্রে ১৬,৪৭৬ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৭ জন, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৬ জন, ওডিশায় ২২৫ জনের, পুদুচেরিতে ৬৫ জন, পঞ্জাবে ৪৯১ জন, রাজস্থানে ৭৪৫ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৪,৪৬১ জন, তেলেঙ্গানায় ৫৮৯ জন, ত্রিপুরায় ৩১ জন, উত্তরাখণ্ডে ৯৮ জন, উত্তর প্রদেশে ১,৮৫৭ জন এবং পশ্চিমবঙ্গে ১,৮৪৬ জন প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ২.০৭ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৬৭.৬২ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ৩০.৩১ শতাংশ মানুষ। কোভিড-১৯ ভাইরাসকে পরাজিত করতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ৫ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,২১,৪৯,৩৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ৫ আগস্ট ৬,৬৪,৯৪৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *