বেইরুটে জোরালো বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৭৮, জখম ৪ হাজারেরও বেশি

বেইরুট, ৫ আগস্ট (হি.স.): লেবাননের রাজধানী বেইরুটে পরপর দু’বার শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ৭৮ জন। বিস্ফোরণে জখম হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেলে বেইরুটের বন্দর এলাকায় জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১০ কিলোমিটার দূর পর্যন্ত তা কম্পন অনুভূত হয়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, এই বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন। আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে ২৭৫০ টনের অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয় বন্দরে। বিস্ফোরণের তীব্রতায় সমস্তকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে বহু বহুতল। এই বিস্ফোরণের নেপথ্যে উৎস কী তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *