ডিমাপুর, ৫ আগস্ট (হি.স.) : স্থানীয় পণ্যে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে বাঁশ দিয়ে ব্যারিকেড বানিয়েছে ডিমাপুর পুলিশ। নাগাল্যান্ডে প্রচুর বাঁশ উৎপাদন হয়। তাই, বাঁশের ব্যারিকেডে খরচ এবং সংস্কারে সাশ্রয়ও প্রচুর।
এ-বিষয়ে ডিমাপুরের পুলিশ কমিশনার রথিহু তেৎসিও বলেন, ট্রাফিক পুলিশ বাঁশের ব্যারিকেড মানুষের প্রাণ রক্ষায় ব্যবহৃত করছে। আজ থেকেই এর ব্যবহার শুরু হয়েছে। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠনে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা নেবে। স্থানীয় পণ্যের ব্যবহারে নাগাল্যন্ডের জনগণও উপকৃত হবেন বলে মনে করেন পুলিশ কমিশনার রথিহু।
তিনি জানান, ইতিপূর্বে প্লাস্টিক এবং মেটাল দিয়ে ব্যারিকেড তৈরি করা হতো। পুলিশ কমিশনার বলেন, বাঁশের ব্যারিকেড খারি ডিজাইন তৈরি করেছে। তাঁদের এই উদ্যোগ ইতিমধ্যে প্রশংসাও কুড়িয়েছে রাজ্যের বিভিন্ন মহলে, বলেন তিনি।