ভোপাল, ৫ আগস্ট (হি.স.): কোভিড-১৯ ভাইরাসকে পরাজিত করে জয়ী হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। করোনাভাইরাসকে পরাজিত করার পর সুস্থ হয়ে উঠেছেন শিবরাজ, বুধবারই ভোপালের চিরায়ু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
গত ২৫ জুলাই শিবরাজ সিং চৌহানের শরীরে মারণ করোনাভাইরাসের সন্ধান মিলেছিল। চিকিৎসকদের পরামর্শ মতো ওই দিনই ভোপালের চিরায়ু হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত কয়েকদিন ধরে চিকিৎসা চলছিল। সর্বশেষ টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পর বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শিবরাজকে। চিকিৎসকদের পরামর্শ মতো, আগামী কিছু দিন বাড়িতেই স্বেচ্ছা আইসোলেশনে থাকতে বলা হয়েছে তাঁকে।