নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স এর চালক গুরুতর ভাবে আহত হয়েছেন৷আহত অ্যাম্বুলেন্স চালককে দমকল বাহিনীর জওয়ানরা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেছে৷
বর্তমানে এম্বুলেন্স জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা গেছে একটি অ্যাম্বুলেন্স কৈলাশহর থেকে কুমারঘাট যাওয়ার পথে ডলুগাঁও বাজারের পাশে উল্টে যায়৷ অ্যাম্বুলেন্সে রোগী কিংবা অন্য কোন লোকজন ছিলেন না৷ ফলে প্রাণহানির কোন খবর নেই৷ অ্যাম্বুলেন্স উল্টে যাওয়ায় অ্যাম্বুলেন্সের চালক গুরুতরভাবে জখম হয়েছেন৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স টি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে৷

