নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল। ২০১৯ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট তালিকা প্রকাশিত করা হয়েছে মঙ্গলবার। ২০১৯ সালের সেপ্টেম্বরে হওয়া লিখিত পরীক্ষা, ২০২০ সালের ফেব্রুয়ারি-আগস্ট হওয়া ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে উত্তীর্ণদের তালিকা প্রকাশিত করা হয়েছে।ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছেন প্রদীপ সিং। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে-যতীন কিশোর এবং প্রতিভা বর্মা।