নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): নানা বিষয়ে কেন্দ্র সরকারের বিরোধিতা করলেও রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে ইতিবাচক প্রিয়াঙ্কা গান্ধী । রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। তার আগে মঙ্গলবার কংগ্রেস নেত্রী বলেন, জাতীয় ঐক্যের উৎসব হয়ে উঠুক রাম মন্দিরের ভূমিপুজো।
এমনিতে যোগী সরকারকে মুহুর্মুহু আক্রমণ করতে ছাড়েন না তিনি। বিরোধী নেত্রী হিসেবে কেন্দ্রের নানা সিদ্ধান্তের সমালোচনাও করে থাকেন নির্দ্বিধায়। তবে শ্রীরামের ‘কৃপা’য় সেই বৈরিতা সাময়িক দূর হল বলাই যায়। কারণ রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে ইতিবাচক কথা শোনা গেল প্রিয়াঙ্কা গান্ধীর গলায়। তাঁর আশা, জাতীয় ঐক্যের উৎসব হয়ে উঠবে এই ভূমিপুজো। তিনি বলেন, “আশা করি, এই ভূমিপুজ জাতীয় ঐক্য ও সংস্কৃতিকে আরও দৃঢ় করবে।”