BRAKING NEWS

১০ ঘন্টায় ২৩০ মিলিমিটার বৃষ্টি মুম্বইয়ে, বিপর্যস্ত লোকাল ট্রেন পরিষেবা

মুম্বই, ৪ আগস্ট (হি.স.): রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে, মঙ্গলবার সকালেও বৃষ্টি থামেনি। বরং আরও বৃষ্টির চোখরাঙানিতে কাঁপছে মুম্বই। শহরের নিচু এলাকায় জমেছে জল। বিপর্যস্ত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। মুম্বই এবং শহরতলির বেশ কিছু রুটে মঙ্গলবার বাতিল করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। মঙ্গলবার সকালে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ১০ ঘন্টায় শুধুমাত্র মুম্বইয়ে ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে পারেল পূর্ব, কান্দিভালি, বোরিভিলি-সহ বাণিজ্যনগরীর বিস্তীর্ন প্রান্ত। মহারাষ্ট্রের মাকারে আবার বর্ষণের দাপটে অবরুদ্ধ হয়ে পড়ে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে।রাতভর বৃষ্টিতে রেললাইনে জল জমে যাওয়ায় মুম্বই ও শহরতলিতে বিপর্যস্ত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। ওয়েস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারী বৃষ্টির জেরে দাদর এবং প্রভাদেবীর মাঝে জল জমে যাওয়ায়, শহরতলির বিশেষ পরিষেবা চলাচল করেছে ভিরার-আন্ধেরি-বান্দ্রার মধ্যে এবং বান্দ্রা ও চার্চগেটের মধ্যে বাতিল করা হয়েছে। এছাড়াও ডাউন মেল/এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আপাতত বৃষ্টি থেকে নিস্তার নেই মহারাষ্ট্রের, ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, মুম্বই, থানে এবং উত্তর কোঙ্কানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *