বেঙ্গালুরু, ৪ আগস্ট (হি.স.): প্রাণঘাতী করোনাভাইরাসের গ্রাস থেকে মুক্তি পেলেন না কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াও। এবার করোনাভাইরাসের সন্ধান মিলেছে কর্ণাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার শরীরে। চিকিৎসকদের পরামর্শে মণিপাল হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। মণিপাল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্ণাটকের বিরোধী দলনেতা এখন স্থিতিশীল ও সুস্থ রয়েছেন।মঙ্গলবার সিদ্দারামাইয়া নিজেই টুইট করে জানিয়েছেন, ‘আমি কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি। যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ করছি, লক্ষণ পরীক্ষা করান এবং নিজেকে কোয়ারেন্টিন রাখুন।’