ইম্ফল, ৪ আগস্ট (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। মঙ্গলবার সকালে হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মণিপুরে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। মৃদু তীব্রতার ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জনিয়েছে, মঙ্গলবার সকাল ৫.৫২ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মণিপুরের চূরাচন্দ্রপুরে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, গত কয়েকমাসে বারবার ভূকম্পন অনুভূত হয়েছে মণিপুরে। ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষজন।