নয়াদিল্লি, ৩ আগস্ট (হি. স.): করোনায় আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম।বর্তমানে বাড়িতেই কোয়ারান্টিনে আছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন কার্তি। তার সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করানোর আর্জি জানিয়েছেন তিনি। সোমবার নিজের টুইট বার্তায় চিদম্বরম পুত্র লিখেছেন যে তিনি করোনা আক্রান্ত। লক্ষণ কম থাকায় চিকিৎসকেরা তাকে বাড়িতেই কোয়ারান্টিনে থাকতে বলেছেন। পাশাপাশি এই কদিনে তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকে করোনা পরীক্ষা করানোর আর্জি জানিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হয়ে চলেছেন।এই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।