BRAKING NEWS

আমেরিকায় নিষিদ্ধ করা হবে টিকটক অ্যাপ : ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১ আগস্ট (হি.স.): চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে ভারত। এ বার সেই পথে হাঁটতে চলেছে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আমেরিকায় নিষিদ্ধ করা হবে টিকটক। ট্রাম্পের কথায়, টিকটক সম্পর্কে মার্কিন প্রশাসন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, নেপথ্যে চিনা গোয়েন্দার চক্রান্ত থাকতে পারে। ভারতের মতো আমেরিকাতেও ব্যাপক জনপ্রিয় চিনা ভিডিয়ো প্ল্যাটফর্ম টিকটক।

কিন্তু, টিকটকের বাড়বাড়ন্ত নিয়ে দীর্ঘ দিন ধরেই আপত্তি তুলছে মার্কিন প্রশাসন এবং রাজনীতিবিদদের একাংশ। তাঁদের অভিযোগ, টিকটকের মতো অ্যাপকে সামনে রেখে আসলে আমেরিকার উপর নজরদারি চালিয়ে যাচ্ছে চিনা গোয়েন্দারা। টিকটক কর্তৃপক্ষ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে, মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, শুক্রবারই ট্রাম্প জানান, আমরা আমেরিকায় টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *