কাঠমান্ডু, ১ আগস্ট (হি. স.): নিজেদের নতুন বিতর্কিত মানচিত্র বিশ্বমঞ্চে তুলে ধরতে তৎপর হয়ে উঠেছে নেপাল।ইতিমধ্যেই নিজেদের মানচিত্রের ইংরেজি অনুবাদ করতে ব্যস্ত এই পাহাড়ি দেশ। একবার এই কাজ সম্পন্ন হয়ে গেলে রাষ্ট্রসংঘ এবং গুগলকে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই নেপালের নতুন মানচিত্রের ২৫ হাজার কপি নেপালি ভাষায় প্রকাশিত হয়েছে। নতুন এই মানচিত্রে ৩৩৫ কিলোমিটার ভারতীয় ভূভাগ নিজেদের বলে দাবি করেছে নেপাল। ভারতের চিরকালীন বন্ধুরাষ্ট্রের এহেন বিপরীতমুখী আচরণ পেছনে চিন কাজ করছে বলে মনে করা হচ্ছে। এর পেছনে নেপালে নিযুক্ত চিনা রাজদূত বিশেষ ভূমিকা পালন করেছে বলে জানা গিয়েছে।
২০ মে ক্যাবিনেট বৈঠকে প্রথমবার নেপালের এই বিতর্কিত নকশা পেশ করা হয়। ১৩ জুন কাঠমান্ডু সংসদে এই নকশা কে মঞ্জুরি দিয়ে দেওয়া হয়। এই মানচিত্রে ভারতে লিপুলেখ, কালাপানি, লিংপিয়াধুরাকে নিজেদের বলে দাবি করেছে নেপাল।এর বিরুদ্ধে প্রতিবাদ করে নিজেদের মতামত ব্যক্ত ভারত নেপাল কে ইতিমধ্যেই করেছে।