নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.): ক্রমাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কর্মসংস্থান, অর্থব্যবস্থা এবং জিএসটির উল্লেখ করে রাহুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে ধ্বংস করে চলেছেন।
বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় ওয়ানাডের সংসদ রাহুল গান্ধী লিখেছেন, ‘মোদী দেশকে ধ্বংস করে চলেছেন। নোট বন্দি, জিএসটি, করোনা মহামারীতে দুরবস্থা এবং অর্থব্যবস্থা তথা কর্মসংস্থানকে খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার পর সরকারের এখন কি ইচ্ছে? মোদী সরকারের পুঁজিবাদী মিডিয়া দেশজুড়ে মায়াজাল তৈরি করেছে।দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রয়োজন দেশবাসীকে সত্যি কথাটা বলা।আশা করব শীঘ্রই এই বিভ্রান্তি কেটে যাবে। ‘
এদিকে দলীয় মুখপাত্র রণদীপ সিংহ সূর্যেওয়ালা নিজের টুইট বার্তায় জানিয়েছেন, পরিসংখ্যানকে চেপে দিয়ে সত্যটা আড়াল করা যায় না।করোনা সংকট সরকার নিজেই মেনে নিয়েছে যে ১০ কোটি মানুষ কর্মচ্যুত হয়েছে।যদিও এর আগে ৪৫ বছরে সর্বোচ্চ বেকারত্বের নজির সৃষ্টি করেছে এই সরকার।
