নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.): দেশের আর্থিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নিন্দা সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম।দেশের অর্থনীতি নিয়ে ভুল পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সেটা কবে মানবে ক্ষমতাসীন দল বিজেপি বলে জানিয়েছেন তিনি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেনে নেওয়া উচিত যে তার ব্যবস্থাপনায় অর্থব্যবস্থাকে স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় পি চিদম্বরম লিখেছেন, দেশের আর্থিক সংকট ঘনীভূত আকার ধারণ করেছে সেটা কবে মানবে শাসক দল বিজেপি। এই ব্যর্থতার দায় কবে স্বীকার করবেন প্রধানমন্ত্রী। দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা দুর্ভোগের মধ্যে রয়েছে। এই টেলিকম সংস্থাকে পুনরুজ্জীবিত করার কোন উদ্যোগ প্রশাসনের নেই। একইভাবে রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থার ক্ষতির মুখে দাঁড়িয়ে তা নিয়েও চিন্তিত নয় কেন্দ্র। সরকার কবে এর থেকে প্রতিকারের পথ বের করবে।বিগত এক বছরে কয়েক লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এরমধ্যে দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থার বেহাল দশার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষ কর্মহীন হয়ে পড়বে।কর্মহীন মানুষদের নিয়ে কি কখনও ভাবতে সরকার।যদি না হয় তো আত্মনির্ভর ভারতের সংজ্ঞাটা কি।