মুম্বই, ২৯ জুলাই (হি.স.): ফের হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর জেলা। মঙ্গলবার গভীর রাতে মৃদু ভূকম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের পালঘর জেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ২.৮। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার গভীর রাত ১.১৯ মিনিট নাগাদ ২.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মহারাষ্ট্রের পালঘর জেলা| ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে, ১৯.৯৬ উত্তর অক্ষাংশ এবং ৭২.৮৪ পূর্ব দ্রাঘিমাংশ| মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। মহারাষ্ট্রের পালঘর জেলায় মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়। এর আগে গত ২৪ জুলাই পালঘর জেলাতেই মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল।

