মামলা প্রত্যাহার করতে চাপ, থানার দ্বারস্থ হলেন ধর্ষিতা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৮ জুলাই৷৷ ধর্ষণের মামলা থানা থেকে উঠিয়ে নেবার জন্য ধমকি খেয়ে পুনরায় বাইখোড়া থানার দ্বারস্ত হলেন দেবদারু এলাকার এক গৃহবধু ও তার স্বামী৷


ঘটনার বিবরণে জানাযায় গত জুন মাসের ২ তারিখ দেবদারু এলাকার এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে বাইখোড়া থানায় একটি মামলা দায়ের করেন৷ এই মামলা দায়ের করার পর থেকে এলাকার কিছু সংখ্যক লোকজন ঐ গৃহবধূর পরিবারের উপর অত্যাচার শুরুকরে বলে অভিযোগ৷ গৃহবধূর পরিবারের লোকজনদের পাড়ার কল থেকে জল সংগ্রহ করতে দেওয়া হয়না বলে অভিযোগ৷ এই নিয়ে গৃহবধূর স্বামী জানান ধষণ কান্ডে জড়িতকে বাচানোর জন্য এলাকার কয়েকজন লোক গৃহবধূকে প্রতিনিয়ত ধমকদিয়ে যাচ্ছিলো৷

ঐ গৃহবূর স্বামীকে মেরে ফেলার ধমকি পর্যন্ত দিয়েছে বলে অভিযোগ৷ পরবর্তী সময় ধমকখেয়ে অসহায় গৃহবধূ ও উনার স্বামী পুনরায় বাইখোড়া থানায় শংকর সরকার, দেবাশিষ ভৌমিক ও রতন মজুমদারের নামে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়েরকরেন৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্ত পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷