রেলে চাকুরীর টোপ দিয়ে ৫০ লক্ষাধিক টাকার প্রতারণা, ধৃত তিন যুবক জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ ইস্টার্ন রেলওয়ে-তে চাকুরী পাইয়ে দেওয়ার প্রতারণার দায়ে ধৃত তিন যুবক-কে আজ আদালত ৮ আগস্ট পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে৷ রেলওয়েতে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকুরীর টোপ দিয়ে ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে৷


এবিষয়ে জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার বলেন, রানিরবাজার এলাকার বাসিন্দা শুভম মজুমদার রেলওয়ে-তে চাকুরীর বিনিময়ে আর্থিক প্রতারণার মামলা করেন৷ ওই মামলায় তদন্তে নেমে আড়ালিয়া-র বাসিন্দা সুশান্ত কর্মকারকে গ্রেফতার করা হয়৷ তার কাছ থেকে প্রচুর বেআইনি নথি উদ্ধার হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে অনিল ভৌমিক, সত্যব্রত বিশ্বাস এবং রজত বর্ধনকে গ্রেফতার করা হয়েছে৷

জিরানিয়া এসডিপিও বলেন, শারীরিক অসুস্থতার জন্য অনিল ভৌমিক জামিন পেয়েছেন৷ বাকি তিনজনকে আজ আদালতে পেশ করা হয়েছে৷ তিনি বলেন, তদন্তে উঠে এসেছে প্রায় ৫০ লক্ষাধিক টাকার প্রতারণা হয়েছে৷ ইতিমধ্যে চাকুরীর নামে প্রতারিত হয়ে আরও চারজন মামলা করেছেন৷
এদিকে, ভারপ্রাপ্ত এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, ধৃত তিনজনকে ৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷