আবারও বাল্য বিবাহ রুখে দিল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ আবারও কৈলাশহর চাইল্ড লাইন ও মহকুমার প্রশাসনের তৎপরতায় কুব্জার এলাকায় আটকে গেল বাল্যবিবাহ,শনিবার বিকেল বেলা চাইল্ড লাইনের কাছে খবর আসে কৈলাশহর কুব্জার এলাকায় বাল্য বিবাহ হচ্ছে খবরের সত্যতা যাচাই করে বিষয়টি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নজরে নেয়i

চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চেয়ারম্যানের নির্দেশে চাইল্ড লাইন কর্তৃপক্ষ বিষয়টি কৈলাশহর মহকুমার শাসক চাইল্ড লাইন কর্তৃপক্ষ কৈলাশহর মহিলা থানার ছজ্জ শিবানী দেববর্মা নেতৃত্বে বিশাল পুলিশ ও টছট্ট কে সঙ্গে নিয়ে পাত্রীর বাড়ি কুব্জার এলাকায় হাজির হয়ে ঘটনাটির সত্যতা খুঁজে পায়,যদিও এক্ষেত্রে পাত্রের বয়স ঠিকঠাক থাকলেও পাত্রী আইন অনুযায়ী বিবাহের উপযুক্ত হয়নি,তাই মহকুমার শাসকের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়,যদিও অভিবাবকরা মহকুমার শাসক ও চাইল্ড লাইন কর্তৃপক্ষকে প্রথমে সত্যতা স্বীকার না করলেও পরবর্তী সময়ে সত্যতা স্বীকার করেন নেন পাশাপাশি এই বাল্য বিবাহকে কেন্দ্র করে গোটা কিনাইছর এলাকায় চাঞ্চল্য বিরাজ করে,মহকুমার শাসক এর পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে নিয়ে যাওয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়নি৷