নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা চাবাগানে এক শ্রমিক কন্যাকে কুপ্রস্তাব দেওয়ায় ওই বাগানের মালিক অখিল মালাকারকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন শ্রমিকরা৷
সংবাদ সূত্রে জানা গেছে অকিল মালাকার নামে ওই ব্যক্তি সরলা চা বাগানের মালিক৷ দুই কানে জায়গা নিয়ে তিনি চা বাগান গড়ে তুলেছেন৷ ওই চা বাগানে বেশ কিছু সংখ্যক মহিলা শ্রমিক রয়েছে৷ গত তিন চার দিন ধরে এক কন্যাকে কুপ্রস্তাব দিয়ে আসে চা বাগানের মালিক অখিল মালাকার৷ বিষয়টি নিয়ে চা বাগান শ্রমিকদের মধ্যে কয়েকদিন ধরেই কানাঘষা চলছিল৷ ক্ষুব্ধ শ্রমিকরা শেষপর্যন্ত ওই ব্যক্তিকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে৷কদমতলা থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে চা বাগান শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ক্ষুদ্র মালিক নোংরা ঘটনায় যুক্ত হওয়ার বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না চা বাগানের শ্রমিকরা৷ তাদের অনেকেরই বাদ অন্নদাতা তিনি যদি এ ধরনের নোংরা ঘটনায় জড়িয়ে পড়েন তাহলে সমাজ ব্যবস্থা আরো পতনের দিকে ধাবিত হবে৷ সে কারণেই এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন শ্রমিকরা৷