BRAKING NEWS

একদিনের ঝটিকা সফরে অযোধ্যায় যোগী, খতিয়ে দেখলেন ভূমিপূজনের ব্যবস্থা

অযোধ্যা, ২৪ জুলাই (হি.স.): একদিনের ঝটিকা সফরে অযোধ্যার রামজন্মভূমি পরিদর্শন করলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপূজণ । তার আগে শনিবার অযোধ্যা পৌঁছে ভূমিপূজনের ব্যবস্থাপনা খতিয়ে দেখার পাশাপাশি অযোধ্যার সাধু-সন্তদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন যোগী ।

এ দিন রাম জন্মভূমিতে রাম লালা দর্শনের পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবিস্তারে ভূমিপুজো সম্পর্কে খোঁজ নেন। হনুমানগড়ি এবং অন্যান্য পবিত্র পাথর সমূহ দর্শনের পরে তিনি স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও সাধু-সন্তদের সঙ্গে বৈঠক করেন। রাম মন্দির নির্মাণ সম্পর্কে আদিত্যনাথ জানিয়েছেন, ৫০০ বছর পরে অযোধ্যায় আবার এক শুভ মুহূর্তের আবির্ভাব হয়েছে। আগামী ৫ আগস্ট নিষ্ঠাভরে সমস্ত নিয়ম পালন করে রাম মন্দিরের ভূমিপূজণ সম্পন্ন হবে। ওইদিন বিশ্ববাসী এক মহান কীর্তি স্থাপনের সাক্ষী থাকবেন ।

এ প্রসঙ্গে এদিন তিনি আরএসএস ও ভিএইচপি-র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে দেশব্যাপী সামগ্রিক আন্দোলনে আরএসএস ও ভিএইচপি পথ প্রদর্শন করেছে। তারই সুফল আজ আমাদের সামনে উপস্থিত হয়েছে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব যে নজেরে অযোধ্যাকে দেখতে চায়, সেই ক্ষমতা আমাদের আছে কি নেই তা এবার প্রমাণ করার সময় এসেছে। আত্মসংযম ও আত্মশৃঙ্খলার মাধ্যমে বিশ্ববাসীর সামনে অযোধ্যার গৌরব পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজো । ওইদিন দিন অযোধ্যায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী  ৪০ কেজি ওজনের রূপার ইট দিয়ে রাম মন্দিরের শিলান্যাস করবেন। রামজন্মভূমি চত্বরে ভূমিপূজনের সময় উপস্থিত থাকবেন দেড়শ থেকে ২০০ জন। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলা হবে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে, অযোধ্যার নানা জায়গায় বসানো হবে জায়ান্ট স্ক্রিন। তাতে সবাই ভূমি পূজনের অনুষ্ঠান দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *