BRAKING NEWS

সংখ্যা প্রমাণ দিতে রাজ্যপালকে দ্রুত অধিবেশন ডাকার আর্জি জানালেন গেহলট

জয়পুর, ২৪ জুলাই (হি.স.):  রাজ্যপাল কলরাজ মিশ্রকে দ্রুত বিধানসভার অধিবেশন ডাকতে আর্জি জানালেন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট । রাজস্থান হাইকোর্ট বলেছে আপাতত সচিন পাইলট ও তাঁর অনুগত বিধায়কদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না স্পিকার। শুক্রবারের সকালের এই রায়ের পরেই রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখা করে দ্রুত বিধানসভার অধিবেশন ডাকতে আর্জি করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট । পরে তিনি বলেন যে রাজ্যপালকে বলা হয়েছে যে এর পর যদি লোকজন এসে রাজভবন ঘিরে ধরে তার দায় নিতে পারব না।

নিজের সংখ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট গেহলট । তাঁর দাবি, দুশো সদস্যের বিধানসভায় ১০৯ জন তাঁর সরকারকে সমর্থন করছেন। অন্যদিকে ছয়জন বিএসপি বিধায়কের কংগ্রেসে যোগদান অসাংবিধানিক, এই অভিযোগ করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক বিজেপি বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *