অফিসে মদের আসর, ৪ মদমত্ত কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ বামুটিয়া গান্ধীগ্রাম এর ফরেস্ট ট্রেনিং ডিভিশনে প্রতিনিয়তই বসে মদের আসর৷ দীর্ঘদিন ধরেই এই ধরনের অভিযোগ ওঠে আসছে৷ ফরেস্ট ট্রেনিং ডিভিশনের আধিকারিক এই অভিযোগের সত্যতা পেয়েছেন৷ অফিসের চার কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে মদমত্ত অবস্থায় গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ৷


জানা গেছে, অফিস চলাকালে অফিসের ভিতরে মদের আসর বসিয়েছিল ওই চার কর্মচারী৷ অফিস কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে৷অভিযুক্ত ৪ কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ মদমত্ত অবস্থায় অফিস থেকে আটক চারজনকে ডাক্তারি পরীক্ষা করানো হয়৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার পুলিশ আধিকারিক৷ অফিস চলাকালীন সময়ে অফিসের ভিতরে মদের আসর বসানোর ঘটনাকে কেন্দ্র করে কর্মচারী মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


এ ধরনের কার্যকলাপ গোটা কর্মচারী সমাজকে কলোষিত করার অপপ্রয়াস বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে৷ ভবিষ্যতে যাতে কোন অফিসে মদের আসর কিংবা অন্য কোনো নেশার আসর না বসে সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেও জোরালো দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *